বৃদ্ধাশ্রম

                                        



                      বৃদ্ধাশ্রম মানে মা বাবার কষ্টের জীবন                              


বাবা  আমাদের সবাইকে আনেক আদরে রাখেন কিন্তু আমরা কি তার পতিদান সবাই দিতে পারি।  
এক বাবা আনেক কষ্ট করে তার আদরের সন্তান কে পড়া লেখা করান। এক সময় ছেলেটা পড়ালেখা শেষ করে চাকরী করে, প্রথমে বাবা মাকে টাকা পাঠান। পরে এক ধনীর দোলালি কে বিয়ে করে।বিযের পরে আর বাবা মাকে   টাকা পাঠান না,  তখন বাবা মার কষ্টরের আর শেষ নেই।  বৃদ্ধ লোকটির ছেলের এক বন্দু ছিল, সে তার বাবা মার কষ্ট দেখে তার বন্দু কে বললো চাচা চাচীর চলতে আনেক কষ্ট হয়।তুই ছেলে হয়ে কি ভাবে থাকতে পারিস। এই কথা শুনে ছেলেটি তার বাবা মাকে তার বাসায় নিয়ে আসে, কিছু দিন যাওয়ার পর ছেলের বউ ছেলে কে বলে তোমার বাবা মাকে নিযে এক ছাদের নিচে বসবাস করা যায়না। কযেক দিন পরে বৃদ্ধা মা মৃত্যু বরন করেন। এখন বাবা একা হয়,তার কষ্ট আরো বেশি হয়।  বৃদ্ধার একটি নাতি ছিলো সে তার দাদু কে অনেক বালভাসতো । নাতি বলেন বাবা দাদুকে  কম করে মাটির থালায় ভাত দিতেন আমি দুর দেখতাম আর মনে মনে ভাবতাম দাদু এত ভাল মানুষ তার পরে বাবা মা কেন দাদু কে কষ্ট দেয়। নাতি দাদার কাছে গিয়ে বলে দাদু তোমাকে বাবা কম ভাত দেয় কেন,আচ্চা দাদু  বৃদ্ধ লোক দের কি কম দিতে হয়,তাহলে আমার বাবা যখন বৃদ্ধ হবে তখন তাকে আমিও কম ভাত দিব। দাদু শুনে নাতিকে বলে দাদু বাবাকে কষ্ট দিতে নেই। তাহলে দাদু তোমাকেবাবা কেন কষ্ট দে। যত দিন যায় তত বৃদ্ধ অসুস্থহ বেশি হয় এক দিন ছেলে বউ তার স্বামী কে বলে তোমার বাবা এই বাড়িতে থাকলে আমি থাকবনা । তার কথা শুনে স্বামী   তার বাবাকে নিয়ে এক বৃদ্ধাশ্রমে দিয়ে আসে  ।দুই বছর পর বৃদ্ধার ছেলে  যখন অসুস্থ হয় তখন বৃদ্ধার নাতি বলে বাবা তোমাকে দাদুর ওখানে রেখে আসবো এই কথা শুনে বাবা মা দুজনেই অবাক হয়ে যায়। আমার ছেলের জন্য আমি এত কষ্ট করে ছি আজ আমার ছেলে আমাকে এই বললো, তাহলে আমার বাবা আমাকে তো কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমি আমার বাবা মাকে কষ্ট দিয়েছে এখন তো আমার ছেলে আমাকে কষ্ট দিবে এটাই সাবাবিক। নিজের বাবা মাকে কষ্ট  দিবেন না নিজে কষ্ট করবো তবু বাবা মাকে কষ্ট দিবনা      

Post a Comment