শহর থেকে অনেক দুরে এক গ্রামের কথা। অনেক দিন আগে একই গ্রামে বাস করতো একটি ছেলে আর একটি মেয়ে। ছেলেটি মধ্যেবিত্য পরিবারের সন্তান আর মেয়েটি নিম্নবিত্য পরিবারের সন্তান এই দুজনকে নিয়ে লেখা আমার অন্ধ প্রামের গল্প।৷৷
ছেলেটি আর মেয়েটি এক সাথে পড়া লেখা করে, এখন তারা দুজনে ক্লাস নবম শ্রেণিতে পড়ে। ছেলেটি মেয়ে কে বললো আমি তোমাকে ভালোবাসি শুনে মেয়েটি কিছু না বলে চলে গেল। এভাবে চলে গেল কয়েক দিন, আবার ছেলেটি মেয়েটি কে বললো আমি তোমাকে ভালোবাসি বলে একটা কথা বলে ছিলাম, তুমি কিন্তু কোন জবাব দেওনাই। মেয়েটি বললো এটা হয় না, কারন তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের কখনো মিল হবে না। ছেলেটা মেয়ে টি কোন কথা শুনে না। তাদের মধ্যে প্রাম হয়ে যা। কিছু দিন যাওয়ার পরে তাদের দুই পরিবারেজানাজানি হয়ে যায়। দুজনের মাঝে কথা বলা বা দেখা করা অনেক অসুবিধা হয়ে যায়। এই ভাবে কিছু দিন চলে যা, এক দিন হঠাৎ করে মেয়েটি এক দিন বিকাল বেলা ইস্কুল থেকে আসার সময় বাজ গাড়ীর চাপায় পড়ে যায় এবং সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যায়, ডক্টর তাকে দেখে বলে আমরা তার একটি চোখ রক্ষা করতে পারলাম না।মেয়ে টি কে বাসায় নিয়ে আসা হলো, এবার আরো ছেলে পরিবার থেকে না মানার কথা বেশি শুনা যা। মেয়েটি সুস্থ হয়ার পরে ছেলেটি ডেকে বললো এভার আর আমাদের মিলন হবে না । কারণ আমার একটি চোখ নেই, তখন ছেলেটি বললো এটা কোন কথা হলো যে আজ তোমার একটা চোখ নেই বলে আমাদের ভালোবাসা থাকবেনা এটা হতে পারে না। এই বলে ছেলেটি তাকে নিয়ে হাসপাতালে যায় তার নিজের একটা চোখ মেয়েটি দেয় এবং তারা পরিবার কে না জানিয়ে তারা বিয়ে করে। তাদের পরিবার থেকে তাদের বাহির করে দেয়। কিছু দিন যাওয়ার পরে তাদের মাঝে একটি সন্তান আসে আরো কিছু দিন যাওয়ার পরে ছেলেটি অন্ধ হয়ে যায়, মেয়েটি এখন নিজে চাকরি করে তাদের সংসার চালায়, আসলে প্রকৃত প্রাম কোন বাধা মানেনা
লেখক মাঝ রাতের
লেখক মাঝ রাতের
Post a Comment
Post a Comment