স্বামী-স্ত্রী প্রেম



 স্বামী স্ত্রীর প্রেম

  1. একদিন রিস্কা চালক রিস্কা চালাতে বাসা থেকে বের হয়ে গেল তার এক ভদ্রলোক উঠলো সে তার স্ত্রীকে বলল কালতো আমাদের বিবাহ বার্ষিক। 1 বছর আগে তুমি আমাকে বিয়ে করেছিলে কাল তুমি আমাকে কি দিবে স্বামী বললো তুমি যা চাবি তোমাকে তাই দিব। এই কথা শুনে রিকশাচালকের বিয়ের কথা মনে হয়ে গেল সে মনে মনে ভাবল আমিও তো এক বছর আগে বিয়ে করেছি আমরা না হয় গরীব ওদের মতো করে না হয় অন্যায় করলাম এই ভেবে মনে মনে চিন্তা করতে লাগলো আর দিন হিসাব করল 15 দিন বাকি আছে তাই সে প্রতিদিন 20 টাকা করে অন্য এক জায়গায় জমাতে লাগ এদিকে রিস্কাওয়ালা স্ত্রী সে আগে থেকে মনে মনে তার স্বামীকে সারপ্রাইজ দেয়ার জন্য প্রতিদিন ভাত রান্না করার সময় এক মিনিট করে চাউল অন্য এক জায়গায় রাখা হয়। আর মাত্র তাদের বিবাহ বার্ষিক পাঁচ দিন বাকি রিস্কাওয়ালা তার স্ত্রীর জন্য 250 টাকা দিয়ে নতুন একটি শাড়ি কিনে বাসার এক কোনায় লুকিয়ে রাখে অন্যদিকে তার স্ত্রী একটি লুঙ্গি কিনে অন্য একটি জায়গায় লুকিয়ে রাখে। পাঁচ দিন পরে রিস্কা চালক ঐদিন অনেক আগে চলে আসে বাসায় তার স্ত্রী তাকে জিজ্ঞেস করল আজকে এত আগে এসেছ কেন স্বামী বলল মন ভালো লাগে না তাই চলে এলাম স্ত্রী বলল হাত মুখ ধুয়ে আসোদুজন হাত মুখ দিয়ে তারা হয়ে বিছানায় আসলো এবার স্বামী তার স্ত্রীকে একটি শাড়ি দিয়ে বলল আজ আমাদের বিবাহ বাসিক। আমারতো আর দেয়ার মত তেমন কিছু নেই তাই আমি একটি শাড়ি তোমাকে দিলাম স্ত্রী বলল আমার মনে আছে আজ আমাদের বিবাহ বাসিক।এই ধরো আমার পক্ষ থেকে একটি লুঙ্গি তোমাকে দিলাম আমি অবাক হয়েছি দিকে তাকিয়ে তুমি টাকা কোথায় পেলে রান্না করার সময় এক মুঠো  চাউল আলাদা করে রাখতাম। দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল এই ভাবে যেন আমাদের সারাজীবন চলে যায়।এবার স্বামী বলল আমরা তো গরীব মানুষ আমরা তো আর কেক কাটতে পারব না বাসায় মুড়ি আছে স্ত্রী বলল জি আছে স্বামী বললো পেঁয়াজ মরিচ কেটে মুভি গুলো মাকে নিয়ে আসো স্ত্রী তাই করলো একজন আরেকজনকে মুড়ি খাইয়ে দিলো এইভাবে গরিবের বিবাহ বার্ষিক পালন হয়।
লেখক মাঝরাতের প্রতীক।


Post a Comment