প্রকৃত প্রেম
এক গ্রামে দুই বন্ধু ছিল একজন রনি একজন রাকিব রনি ছিল মধ্যম পরিবারের ছেলে আরে রাকিব ছিল বড়লোক পরিবারের ছেলে। রনি রাকিব দুজন ভালো বন্ধু ছিল একদিন স্কুল থেকে আসার পথে সুমি নামে একটি মেয়ের সাথে দেখা হয় আর সেদিন তাদের মাঝে একটা ভালো সম্পর্ক হয় সুমি ,রনি অনেক পছন্দ করত ,আর রাকিব সুমি কে পছন্দ করত এইভাবে অনেক দিন কেটে যায় ।সামনে এসএসসি পরীক্ষা ,রনি আর রাকিব দুজনে অনেক পরিশ্রম করে হেঁটে হেঁটে ভোরবেলায় অনেক দূরে এক স্যারের কাছে প্রাইভেট পড়তে যাই কিন্তু সেখানে গিয়ে দেখে সুমির বাবা প্রাইভেট মাস্টার । সুমি রনিকে দেখে ,অনেকখুশি হয় ।আর রাকিব সুমি ক দেখে অনেক খুশি হয়। এইভাবে আরো কয়েক মাস কেটে যায় এবার পরীক্ষা শেষ হয়ে গেল আর মাত্র দুই দিন বাকি রেজাল্টের। সুমি যখন ক্লাস নাইনে পড়তো একদিন সুমি আর রনি এক জায়গায় দেখা করে তারা একজন আরেকজনকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে না পেলে মরে যাবো দুইজনের মাঝে অনেক ভালো একটা সম্পর্ক ছিল রাকিব এ বিষয়ে কিছু জানতে না একদিন রাকিব রনিকে বলে দোস্ত আমি একজনকে ভালবাসি তাকে অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না । রনি বলল ওর নাম কি রাকিব বলল সুমি অবাক হয়ে গেল এখন সে কি করবে শুয়ে সুমিকে পেলে বন্ধুকে হারাতে হবে বন্ধুকে পেলে সুমিকে হারাতে এই নিয়ে রনি অনেক চিন্তিত একসময় আমাকে সবকিছু বলে রাকিবের মা শুনে অবাক হয়ে যায় তুমি আমার শুধু আমার আমি কারো ক্ষতি চাই না সাথে কথা বলল সবকিছু বুঝিয়ে বলল। সুমি বলল আমি রনিকে ছাড়া বাঁচবো না আমি রনি কে চাই এদিকে রনি রাকিবকে ছাড়া চলতে পারে না। পরীক্ষার ফলাফল দেখা হলো রনি রাকিব দুই দিনে পাস করে কিন্তু এখন আর আগের মতো বন্ধুত্ব নেই। রাকিবের খুব অনেক নেশা করে রনির কথা শুনে না রাকিব। রনি সুমিকে বোঝালাম তুমি রাকিব কি বিয়ে করো এক সময় পরিবারের সকলে মিলে রাকিব আর সুমির বিয়ে দিল আর এদিকে রনি একা একা থাকে নিজের ভালোবাসাকে বন্ধুর হাতে তুলে দিল এরই নাম প্রকৃত বন্ধু ছয় মাস পরে রাকিবের এক্সিডেন্ট হয় রনি শুনে তাকে হাসপাতালে দেখতে যায় সেখানে গিয়ে দেখে রাকিবের অবস্থা অনেক খারাপ দুই পরিবারের লোক ছিল সেখানে সবার সামনে সুমিকে রনির হাতে তুলে দেয় তা কি বলে দোস্ত আমি আগে জানতে পারি নাই তোরা দুজন দুজনকে অনেক ভালোবাসি মাঝখান আমি আসার পরে আমাদের তিনজনের সম্পর্কটা নষ্ট হয়ে যায় আমি শুধু আমার দিকে দেখেছি তোর দিকটা দেখি নাই তাই আজ আল্লাহ আমার এমন বিচার করলে দোস্ত ভুল হলে আমাকে মাফ করে দিস আর যদি তুই এখন সুমিকে আগের মত ভালবাসিস আর আর তাকে বিয়ে করিস তাহলে আমি বুঝব তুই আমাকে ক্ষমা করেছিস এই বলার সাথে সাথে রাকিব শেষনিঃশ্বাস ত্যাগ করে। আসলে প্রকৃত প্রেমের জয় সব সময় হয়।
মাঝরাতের
প্রতীক
Post a Comment
Post a Comment