বাবার ভালোবাসা

বাবার ভালোবাসা


বাবা মানে একটা বড় বোঝা তাই না, বাবা মানে শেষ বয়সে টাকা খরচ কারি একজন ব্যক্তি তাই না। বর্তমান দেখা যায় যে অনেক সন্তান তার বাবা কে বৃদ্ধ বয়সে কাছে রাখে না। আসলে বাবা মানে টাকা তৈরি করা কারিগর,   বাবা মানে শত কষ্টের মাঝে কষ্ট বুঝতে না দেওয়া এক ব্যক্তি, বাবা মানে  নিজের কষ্টটাকে কষ্ট না দেখে সন্তানের কষ্টটাকে বড় করে দেখা। বাবার গায়ে নতুন জামা থাক বা না থাক তবু সন্তানের গায়ে নতুন জামা কাপড় তুলে দেয়।  বাবা বাজারে গিয়ে এক কাপ চা খায়না, সেই টাকা দিয়ে সন্তানের জন্যস মজা নিয়ে আসে, বাবা তো সেই বাবা যে নিজে বৃষ্টির তে বিজে যায় কিন্তু সন্তান কে ছাতা দিয়ে দেয়। বাবা যখন বাহিরে থেকে  কঠোর পরিশ্রম করে আসে , সন্তানের হাসি মাখা মিষ্টি ডাকে তার সকল কষ্ট  ভুলে যায়। সংসারে অভাব থাকলে বাবা মা কখনো আগে খাবার খায় না, সন্তান অসুস্থ হলে বাবা মা পাগল হয়ে যায়, সারা রাত ছেলে পাশে বসে রাত কাটায়। আজ আমরা কি করি ভালো একটা চাকরি করে বড় লোকের মেয়ে কে বিয়ে করি, তার কথা মত বাবা মাকে দেখতে পারিনা, তার সাথে তাল মিলিয়ে বাবা মাকে কষ্ট দেই,  এই বাবামা না থাকলে আমরা কি আজ এখানে আসতে পারতাম।  আমি মেয়েদের বলি যে এখানে মেয়ে বলতে আমার বোন কেউ বলছি আজ তুমি তোমার স্বামীর বাবা মাকে কষ্ট দেখতে পারো না, তুমি যখন জানতে পারবে যে তোমার বাবা মাকে তোমার ভাই আর তার
বউ দেখতে পারে না তখন তোমার কেমন লাগবে। আসো আমরা ছেলেরা বউয়ের বাবা মাকে নিজের বাবা মায়ের মত দেখি আর বোন রা তোমরা স্বামীর বাবা মাকে নিজের বাবা মা মনে কর,তাহলে দেখবে আমাদের  সমাজ টা আরো সুন্দর হবে ।                      লেখক মাঝ রাতের পৃথক  

Post a Comment