ভাই বোনের ভালবাসার সম্পর্ক একটি মধুর সম্পক।কাছে থাকলে ভাই বোন ঝগড়া করে আর দুরে গেলে মিস করে, আসতে দেড়ি হলে আবার রাগ করে, বকা দেয় গায়ে হাত তুলে, ভাই বোনের ভালোবাসা তো এমনি ভালোবাসা হওয়া দরকা। ভাই কে অনেক সময় বনের আবদার মিটাতে অনেক কিছু করতে হয়। তেমনি ভাবে এক ভাইয়ের জীবন কথা আমরা জানাবো। ছোট বনের আবদার মিটাতে এক ভাই সখ করে পাশের গ্রামে প্রাইভেট পড়াতে চান, ছেলেটি দেখতে শ্যামলা। যে মেয়েটি পড়াতে গিয়ে ছিল, সেই মেয়েটি অনেক সুন্দরী। ছেলেটি যখন মেয়েটি দেয় বাসায় পড়াতে যায়,এবং প্রথম দিন মেয়েটি কিছু বললো না পরের দিন মেয়েটি তার মাকে বললো মা ছেলেটি সুন্দর না আমি তার কাছে পড়বো না এদিকে ছেলেটি অনেক খুশি কারণ প্রাইভেটের টাকা দিয়ে বনের আবদার রক্ষা করা যাবে। তৃতীয় দিন প্রাইভেটে যাওয়ার পরে ছেলেটি শুনতে পায় যে কাল থেকে তোমাকে আর আমার মেয়ে কে প্রাইভেট পড়াতে হবে না। ছেলেটি অশ্রুভরা চোখেে শুধু জিজ্ঞেস করলেন খালাম্মা আমার অপরাধ কি, না তোমার কোন দোষ নেই শুধু তুমি সুন্দর চেহারা না হওয়ায় কারনে, এই ধরো পুরো এক মাসের বেতন। ছেলেটি মেয়েটি মাকে বললো না টাকা লাগবে না এই টাকা দিয়ে আপনার সন্তান কে চেহারা সুন্দর করার জন্য ময়দা কিনে দিবেন। ছেলেটি অশ্রু টলটল চোখে তার বোন কে কল দিয়ে বলে আমি যদি তোকে কোন কিছু কিনে দিতে না পারি, তাহলে তুই কি আমাকে ভালোবাসবিনা । ভাইয়ের কান্না জড়িত কন্ঠ শুনে বোন বলে ভাই আমার কিছু লাগবে না তুমি আমার কাছে থাকলেই হবে। ভাই বোনের ভালোবাসার মাঝে কোন টাকা পয়সা লাগেনা। ভালোবাসা টা গভীর রাখার জন্য প্রয়োজন একটু রাগ একটু অভিমান। এই সুন্দর সম্পর্কটা আরো বেশি বুঝা যায় যখন বোন টার বিয়ে হয়ে যায়, ভাই বুঝতে পারে সে তার জীবনের কতটুকু সুখ হারিয়েছে, আর বোন বুঝতে পারে তার জীবনের কত দামী একজন মানুষ হারিয়ে, আর হারিয়েছে ভালো একটা বন্ধু। এভাবে ভালোবাসায় জড়িয়ে থাকুক পৃথিবীর প্রতিটি ভাই বোনের ভালোবাসা।
লেখক মাঝ রাতের প্রতীক।।।
লেখক মাঝ রাতের প্রতীক।।।
Post a Comment
Post a Comment