কৃষক আর বেকারির মালিক

কৃষক আর বেকারি মালিক




অনেক দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা মনে পরে গেলো। এক গ্রামে একজন কৃষক ছিল, আর তার পাশে ছিলো একটি বেকারির দোকান। কৃষক সেখানে প্রতিদিন দুধ দিতেন, এক দিন বেকারির মালিক কৃষক দুধ দিয়ে যাওয়ার পরে দুধ মাপা হলো, বেকারির মালিক দেখলো দুধ এক শত গ্রাম কম,তাই কৃষক কে নিয়ে পুলিশের কাছে গেলো।  পুলিশকে সব কিছু বেকারির মালিক বললো, পুলিশ সব কিছু শুনে কৃষক বললো তুমি কেনো প্রতিদিন  দুধ কম দাও, কৃষক এবার পুলিশকে বললো স্যার  আমার বাসায় মাপার কেজি পাথর নেই। এবার পুলিশ তাকে বলে তাহলে তুমি কি ভাবে প্রতিদিন তাকে দুধ দাও,কৃষক পুলিশ কে বললো আমি তার বেকারি থেকে এক কেজি মাপের একটি পারুটি আমি কিনে নিয়ে যাই সেটা এক পাশে রাখি আর অন্য পাশে দুধ রাখি এই ভাবে আমি তাকে দুধ মাপে দেই। পুলিশ এবার বেকারি মালিক কে ধরে মার দিলো এবং  জেল খানায় নিল অন্যকে অপরাধী বানাতে এসে নিজে অপরাধী হয়ে গেলো। আসলে    প্রকৃত অপরাধী এক দিন না এক দিন ধরা পরবে এটাই চিরন্তন সত্য। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যর দোষ খুঁজে বেড়ায় , ব্স্তবে দেখা যায় তারা যার দোষ খুঁজে বেড়ায়  তার চেয়ে তারা আরো বেশি অপরাধী। আসুন আমরা সবাই অন্যর দোষ না খুঁজে তাদের ভুলগুলো শুধরে দেয়ার চেষ্টা করি ।
লেখক মাঝ রাতের   প্রতীক                                                                           

Post a Comment