কারণ পৃথিবীটা যে কর্পোরেট
অনেকদিন পর আজ ও কল করল ।
ভাবছিলাম প্রাণ ভরে কথা বলব । কিন্তু না, তা আর
হল না ।
মিনিট পাঁচেকের মত কথা বলার পর ও বলল
আচ্ছা রাখি ।
আমি জোর করে আরও পাঁচ মিনিটের মত কথা বললাম ।
তারপর ওর কথা বলার অনীহা দেখে ইচ্ছে করেই ফোন
রেখে দিলাম ।
এখন বসে বসে ভাবছি , মানুষ আসলে কত পরিবর্তন
হতে পারে ।
যে তুমি আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে,
সে তুমি আজ
আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাক ।
কি করে এটা সম্ভব….!!
আসলে এই কর্পোরেট পৃথিবীতে সবই সম্ভব ।
এখানে সবাই কর্পোরেট ।
এখানে আবেগের কোন মূল্য নেই ।
আবেগ সবার কাছে একটা বোঝা ছাড়া আর কিছুই নয় ।
কর্পোরেট দুনিয়াতে যারা আবেগকে মূল্য
দিবে তারাই আমার মত
ধুঁকে ধুঁকে পুড়ঁবে ।
আমি জানি ওকে ছাড়া থাকতে আমার
অনেক
কষ্ট হচ্ছে ।
প্রতিদিন, প্রতিরাত শুধু চোখের জল ঝরছে ।
ইচ্ছে করছেনা আর বেচেঁ থাকতে ।
কিন্তু আমি এটাও জানি আমি মরতে পারবনা ।
হয়ত বা এক সময় আর কাদঁবোওনা ।
কারণ পৃথিবীটা যে কর্পোরেট ..
Post a Comment
Post a Comment