বন্ধু আমার পৃথিবী

বন্ধু আমার পৃথিবী








বন্ধু মানে একসাথে চলা, বন্ধু মানে একে অন্যের সুখ দুঃখ ভাগ করা বন্ধু, বন্ধু মানে  সবচেয়ে আপনজন, বন্ধু মানে বিপদে উদ্ধারকারী, বন্ধু মানে এক কাপ চা ভাগা ভাগি করে খাওয়,আসলে বন্ধু মানে বলে শেষ করা যাবে না। একটি বিশ্ববিদ্যালয়ের ঘটনা  আজ আমরা জানবো,  একটি  গ্রাম থেকে আসা একটি ছেলে যখন নতুন শহরে আসে তখন সে শহর স ম্পর্কে তেমন কিছু জানেনা, তেমনি আদিল নামে একটি ছেলে যখন পড়া লেখা করার জন্য শহরে আসে তখন  রুমি নামে একটি মেয়ের সাথে পরিচয় হয়। আদিল কে দেখে রুমি প্রথমে বুঝতে পারে যে ছেলেটি অনেক সহজ সরল স্বভাবের প্রকৃতির ছেলে। রুমি   প্রথমে  আদিল কে ডেকে বলেন আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আপনি মনে হয় নতুন ঢাকায় এসেছেন। আদিল বলে যি এই ভাবে দুজনের মাঝে বন্ধুত্ব সৃষ্টি হয়। আসলে আদিল ছিল একটি এতিম সন্তান, সে রুমি কে সব কিছু খুলে বলে,রুমি সব কিছু জানতে পেয়ে আদিল কে বললো আজ থেকে তুমি আর কখনো নিজে কে এতিম মনে করবেনা, কারণ আজ থেকে আমি তোমার বন্ধু। ধীরে ধীরে তাদের মাঝে ভালো একটা বন্ধুত্বর সম্পর্ক হয়ে যায়। রুমি তাদের বাসায় আদিল সম্পর্কে সব কিছু খুলে বল, তার পরিবারও আদিল কে তাদের পরিবারের একজন সদস্য ভাবতে লাগলো।  আদিল এখন যখন খুশি তখন রুমি দের বাসায় আসা যাওয়া   করে। মনে হয় তাদের পুরো পরিবারটা আদিলের বন্ধু হয়ে গেছে।   এভাবে চলে গেল অনেক দিন, মাঝে মাঝে রুমি  ইনভারসিটি  আসে না। কিন্তু এই বার  কয়েক দিন কেটে যায় রুমি  ইনভারসিটিতে আসে না। আমি রুমি দের বাসায় গিয়ে দেখে রুমি বাসায় নেই তখন মন আর বেশি খাবার হয়,জানতে পারলাম রুমি অসুস্থ, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি তখন তাকে দেখতে হাসপাতালে গেলাম, হাসপাতালে গিয়ে রুমির চেহারা দেখে আমি অবাক হয়ে যায়, কখন যে নিজের চোখের জল গাল বেয়ে পড়তে লাগলো আমি বলতে পারি না, রুমি আমাকে সান্তনা দেয়ার জন্যও বলে আরে বোকা আমার তেমন কিছু হয়নি। পরে ডাক্তারের কাছে জানতে পারলাম যে রুমির দুইটা কিডনি নষ্ট হয় গেছে , তাকে দু'এক দিনের মধ্যে  কমপক্ষে একটি কিডনি না দিলে বাঁচানো যাবে না   এবং তাদের পরিবারের কারো  রক্তের গ্রুপের সাথে তার রক্তের গ্রুপ মিলে না। তখন আমি ডাক্তার কে বলি আমার রক্তের গ্রুপ টা পরীক্ষা করি আর আমার রক্তের গ্রুপ রুমের গ্রুপের সাথে মিলে যায় তখন আমি ডাক্তারকে বলি আমার একটি কিডনি  রুমিকে দেন। ডাক্তার  ও রুমির পরিবার প্রথমে রাজি হয় না, আমি তাদের অনেক বুঝানোর পরও যখন তারা রাজি হয় না, কারণ রুমির পরিবার আমার সম্পর্কে সব কিছু জানে, তাই শেষ পযন্ত যখন আমি বললাম যদি আপনারা এমনিতে আমাকে একটি কিডনি দিতে না দেন তাহলে আমি না ফেরার দেশে চলে যাবো, তখন আপনারা দুইটি সন্তানকে এক সাথে হারাবেন । পরে সবাই রাজি হয় রুমিকে একটা কিডনি  দেয়া হয়। অপারেশন শেষ হওয়ার পর যখন রুমি সুস্থ হয় এবং জানতে পারে যে আমি তাকে একটা কিডনি দিয়েছি , তখন সে সবার সামনে আমাকে জরিয়ে ধরে আর বলে তুই আমার একটা বোকা বন্ধু, তোর মতো এত ভালো বোকা বন্ধু আমি আর কোন দিন পৃথিবীতে পাবো না। প্রকৃত বন্ধুর মাঝে কোন টাকা পয়সা নিয়ে বন্ধুত্ব  হয় না। বন্ধুত্ব  হয় মন থেকে  এটা কোন কাল্পনিক কাহিনী নয় অনেক দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। আমাদের  সমাজে প্রতিটি  পরিবার ও প্রতিটি ছেলে মেয়ের বন্ধুর সম্পর্ক এমন হওয়া দরকার ।

লেখক মাঝরাতের প্রতিক                                                                                                                    

Post a Comment